"একটি বাড়ী একটি খামার" প্রকল্পে আপনাকে স্বাগতম। "একটি বাড়ী একটি খামার" বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকার মূলক প্রকল্প। ক্ষুধা, দ্রারিদ্রতা মুক্ত, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে এ প্রকেল্পের যাত্রা হয়। "একটি বাড়ী একটি খামার" প্রকল্পের সম্প্রসারিত কার্যত্রমের অংশ হিসেবে গত ৭জুন/২০১৪ ইং তারিখ হতে চৌগাংগা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড হতে ৪০জন মহিলা + ২০ জন পুরুষ=৬০জন হারে সর্বমোট=৫৪০ জন সুবিধা ভোগী নীয়ে মোট ৯টি গ্রাম সংগঠন গঠন করার মধ্য দিয়ে প্রকল্পের কার্যত্রম শুরু হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS